Opu Hasnat

আজ ৩ জুন বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

শাহ আমানত বিমানবন্দরে নতুন থার্মাল স্ক্যানার চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে নতুন থার্মাল স্ক্যানার

করোনাভাইরাস শনাক্ত করতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বিমানবন্দরে এ স্ক্যানার চালু করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী।

চট্টগ্রাম সমুদ্রবন্দরে বিদেশি জাহাজের নাবিকদের শরীরে করোনাভাইরাস আছে কি না তা পরীক্ষা করতে খুব শিগগিরই থার্মাল স্ক্যানার বসানো হবে বলে জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন বলেছেন, চট্টগ্রাম বিমানবন্দরে আগে একটি থার্মাল স্ক্যানার মেশিন ছিল। ছয়-সাত মাস আগে এটি অকার্যকর হয়ে পড়ায় বিমানবন্দরে হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়েই চলছিল যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। আজ নতুন একটি মেশিন এসেছে। এটি বিমানবন্দরের বসানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে এ মেশিন দিয়ে সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব‌্যবস্থাপক মাহমুদ আকতার বলেছেন, মঙ্গলবার বিমানবন্দরে একটি থার্মাল স্ক্যানার মেশিন বসানো হয়েছে। কাল থেকে বিমানবন্দরে এ মেশিন দিয়ে যাত্রীদের স্বাস্থ‌্য পরীক্ষা শুরু হবে।