Opu Hasnat

আজ ৩১ মার্চ মঙ্গলবার ২০২০,

ভাসানী নতুনধারার আইডল : মোমিন মেহেদী রাজনীতি

ভাসানী নতুনধারার আইডল : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মওলানা ভাসানী নতুনধারার রাজনৈতিক আইডল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার রাজনৈতিক অভিভাবক ছিলেন তিনি। তাঁর মত সকল লোভ মোহহীন নিবেদিত রাজনীতিক আজ জাতির সামনে নিজস্ব স্বকিয়তায় ভাস্বর। রাজনীতিকে কখনোই আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার রাস্তা যারা বানান নি, মওলানা ভাসানী তাদের আদর্শপুরুষ আছেন, থাকবেন। 

৬ মার্চ সকাল ৭ টায় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে দোয়ানুষ্ঠানের পর তিনি উপরোক্ত কথা বলেন।  তিনি এসময় আরো বলেন, নতুন প্রজন্ম ইতিহাস বিকৃতি চায় না; চায় সত্য-সুন্দরের সাথে এগিয়ে যেতে। আর তাই পাঠবইতে জাতির পিতার জীবনীর পাশাপাশি সকল জাতীয় নেতৃবৃন্দের জীবনী সংযুক্ত থাকুক।  

এসময় প্রেসিডিয়াম মেম্বার হাবিব চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, নতুনধারা বাংলাদেশ এনডিবি টাঙ্গাইল পৌর শাখার আহবায়ক প্রকৌশলী লিলি চৌধুরী,  সদস্য নুরুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।