রাজবাড়ী সরকারী হাসপাতালের ঝাড়ুদারকে বদলির প্রতিবাদে হরিজন ঔক্য পরিষদের প্রতিবাদ স্বাস্থ্যসেবা /  রাজবাড়ী / 
মঙ্গলবার সকালে রাজবাড়ী সরকারী হাসপাতালের ঝাড়ুদার কিশোর কুমারকে বদলির প্রতিবাদে রাজবাড়ীর হরিজন ঔক্য পরিষদের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী হরিজন ঔক্য পরিষদের সভাপতি বাসুদেব মন্ডল জানান কোন কারন ছারাই কোন নোটিশ ছারাই কিশোর কুমারকে রাজবাড়ী সরকারী হাসপাতাল হতে বদলী করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। তিনি আরও বলেন দূর্গা পূজার সামনে হঠাৎ করে তাকে বদলী করা হয়েছে তার পরিবার চরম বিপাকে পরেছে। অবিলম্বে যদি এই বদলী আদেশ বাতিল না করা হয় তবে তারা আরো কঠোর আন্দোলন করবেন। এ সময় রাজবাড়ীর হরিজন ঔক্য পরিষদের সহ সভাপতি রবিলাল, সাধারন সম্পাদক রাধা রানী, সাংগঠনিক সম্পাদক উত্তম দাস হেলা অর্থ সম্পাদক স্বপন কুমার দাস,প্রচার সম্পাদক মিঠুন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারের রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাবুবুল হক বলেন রাজবাড়ী সরকারী হাসপাতালে মোট ৬ জন ঝাড়ুদার রয়েছে, একজনও ভালো ভাবে কাজ করে না। আমি দেড় বছরে তাদের বুঝিয়ে কোন কাজ করাতে পারি নি তারা আমার কথা শোনে না তাই কিশোর কুমারকে বালিয়াকান্দি বদলী করা হয়েছে। আর বালিয়াকান্দি হতে শিখা হেলাকে রাজবাড়ী আনা হবে। যেহেতু হরিজন ঔক্য পরিষদের নেতৃবৃন্দ আমার কাছে এসেছে এ বিষয়টি আমি ভেবে দেখবো।