Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ভুয়া পর্চায় নামজারি করতে গিয়ে শ্রীঘরে যুবক নড়াইল

ভুয়া পর্চায় নামজারি করতে গিয়ে শ্রীঘরে যুবক

নড়াইলের লোহাগড়া ভ‚মি অফিসে খাজনা দেওয়ার সময় ভ‚য়া পর্চা ও দাখিলা জমা দেয়ার অভিযোগে নাজমুল হোসেন (৩১) নামের এক যুবককে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নাজমুল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পর-করফা গ্রামের ইউছুফ হোসেনের ছেলে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রাখি ব্যানার্জী। 

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ভুমি অফিসে নাজমুল হোসেন নিজের ক্রয়কৃত লোহাগড়ার আমাদা মৌজার জমির খাজনা দিতে আসে। এ সময় নাজমুল যে পর্চা ও দাখিলা জমা দেয় তা জালিয়াতির মাধ্যমে তৈরি করা। বিষয়টি নাজমুল হোসেন স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।