Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

গোয়ালন্দে উৎসব মুখর পরিবেশে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা রাজবাড়ী

গোয়ালন্দে উৎসব মুখর পরিবেশে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আগামী ২৯ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ৭ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা মুন্সি বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গনে উপস্থিত হন। নেতা-কর্মীদের সেখানে রেখে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল বেলা ৩ টার দিকে বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আসেন। সেখানে কর্মীদের রেখে ৫ জনের প্রতিনিধি দল নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মাহবুব আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চোয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া, সদ্য প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের পুত্র ডাঃ আরিফুজ্জামান ও শেখ সুলতান নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৯ মার্চের নির্বাচনে ৯১ হাজার ৬শ ৩৫ জন ভোটারের মধ্যে ৪৬ হাজার ২শ ৬৪ জন পুরুষ ও ৪৫ হাজার ৩শ ৭১ জন নারী ভোটার রয়েছে। আগামী ১ মার্চ মনোনয়ন পত্র বাছাই ও ৮ মার্চ প্রত্যাহারের শেষ দিন।

উল্লেখ্য, গত বছর ২১ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এবিএম নুরুল ইসলাম গত বছরের ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হতে যাচ্ছে।