Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশায় ব্যাহত পারাপার রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশায় ব্যাহত পারাপার

অসময়ের ঘন কুয়াশার কারনে দেশের গুরুত্বপূর্ন নৌপথ ও দক্ষিনাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১০ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ্য সময় ফেরি পারাপার বন্ধ থাকায় নদী দুই পাড়েই দেখাদেয় যানবাহনের লম্বা সাড়ি। এতে ভোগান্তিতে পরে যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সুত্রে জানাযায়, মঙ্গলবার রাত পৌনে বারোটার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নদীতে থাকা মার্র্কিন বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে নৌযান চলাচল ঝুকিপূূূর্ণ হয়ে পরলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। বুধবার সকাল ১০ টার সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বুধবার বিকেল সাড়ে ৪ টার সময় সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখাযায়, সেখানে জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকা-খুলনা মহা সড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় রয়েছে অন্তত তিন’শ যাত্রীবাহি বাস। এছাড়াও ঘাট থেকে ১২ কিলোমিটার পিছনে গোয়ালন্দ মোড় এলাকা থেকে রাজবাড়ী শহর সড়কে তিন কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় আছে আরো অন্তত ৩ শত পন্যবাহি ট্রাক।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশা একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা বিগত বছরগুলিতে শীতকালে কুয়াশার প্রভাব দেখেছি কিন্তুু এ বছর ফাল্গুন মাসেও কুয়াশায় ফেরি বন্ধ রাখতে হচ্ছে। এই রুটে বর্তমানে ১৬ টি ফেরি চলাচল করছে। বুধবার সকাল ১০ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এখনও আটকে থাকা যাত্রীবাহি যানবাহনগুলো অগ্রাধীকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।