Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

নাটোরে শিশু সুরক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত নাটোর

নাটোরে শিশু সুরক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

শিশু নির্যাতন, বাল্য বিয়ে, শিশু শ্রম, শিশু পাচারসহ শিশুদের শোষণ ও নিগ্রহ বন্ধ এবং জেন্ডার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নাটোরে শিশু সুরক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া নওপাড়া ওসমান গণি বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এই এ্যাডভোকেসী সভায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফরমস ফর ডায়ালগ প্রকল্পের অধীনে স্থানীয় সংগঠন উত্তরা উন্নয়ন সংস্থা এ এ্যাডভোকেসী সভার আয়োজন করে। এতে মুখ্য আলোচক ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অমর ডি কস্তা, উত্তরা উন্নয়ন সংস্থার সভাপতি ফারুক আহমেদ খান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাল্টি এ্যাক্টরস পার্টনারশীপের সদস্য সৈয়দ মোহাম্মদ ওয়াসিক এবং প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমিন।