Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বালিয়াকান্দিতে দেশের একমাত্র ঔষধি জিনব্যাংক পরিদর্শনে জেলা প্রশাসক রাজবাড়ী

বালিয়াকান্দিতে দেশের একমাত্র ঔষধি জিনব্যাংক পরিদর্শনে জেলা প্রশাসক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেশের একমাত্র ঔষধি জিনব্যাংক ও ফ্যাক্টারী পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। সোমবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জিনব্যাংক ও নিমের তৈরী প্রসাধনী সামগ্রী কারখানা পরিদর্শন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণের উপজেলা সংযুক্তি কার্যক্রমে আসা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার সাহা, মৌসুমী আক্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আফরোজা আক্তার রিম্মি, সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা (অ.দা.) সিরাজুল ইসলাম প্রমুখ। 

এসময় জিনব্যাংকের পরিচালক ড. নিম হাকিম ঘুরে ঘুরে ঔষধি গাছের সাথে পরিচয় করানোসহ ধারনা প্রদান করেন। 

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বাংলাদেশের মধ্যে এ ধরনের জিনব্যাংক বালিয়াকান্দিতে রয়েছে আমার জানা ছিল না। আজ দেখে ভালো লাগলো। এখানে যে বিশ্ববিদ্যালয় ও রিসার্স সেন্টারের উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে তা বাস্তবায়ন করতে তার সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।