Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে উগ্রবাদ বিরোধী সামজিক সচেতনতা বিষয়ক সেমিনার ফরিদপুর

ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে উগ্রবাদ বিরোধী সামজিক সচেতনতা বিষয়ক সেমিনার

ফরিদপুর জেলার আড়াই’শ জন ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে উগ্রবাদ বিরোধী সামজিক সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০টা হতে স্থানীয় কবি জসীমউদদীন হলে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের অর্থায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ডিএমপির সিটিটিসি ইউনিটের উপপুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম), জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক প্রফেসর মোঃ শাহজাহান, সদস্য সচিব অবঃ পুলিশ সুপার নূর মোহম্মদ মোল্লা (বিপিএম), ইসলামিক  ফাউন্ডেশনের উপপরিচালক শেখ একরামুল হক, শাহ ফরিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।  

এসময় জেলার ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে উগ্রবাদ বিরোধী সামজিক সচেতনতা বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্রশিক্ষন প্রদান করেন ডিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম (বিপিএম বার)। পুরো সেমিনারটি সঞ্চালনা করেন সহকারি পুলিশ সুপার নোমান আহমদ।