Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

কালকিনিতে দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে ঢেউটিন বিতরণ মুক্তিবার্তামাদারীপুর

কালকিনিতে দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে ঢেউটিন বিতরণ

মাদারীপুরের কালকিনি উপজেলা চত্ত্বরে সোমবার বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে দুস্থ মুক্তিযোদ্ধা ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫৪টি বান্ডিল ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর-০৩ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন প্রমুখ।