Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

কালকিনিতে দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে ঢেউটিন বিতরণ মুক্তিবার্তামাদারীপুর

কালকিনিতে দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে ঢেউটিন বিতরণ

মাদারীপুরের কালকিনি উপজেলা চত্ত্বরে সোমবার বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে দুস্থ মুক্তিযোদ্ধা ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫৪টি বান্ডিল ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর-০৩ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন প্রমুখ।