থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের নাটক ‘নকশি কাঁথার মাঠ’ মঞ্চস্থ বিনোদন /  মুন্সিগঞ্জ / 
মঞ্চায়িত হয়ে গেল থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের কালজয়ী নাটক ‘নকশি কাঁথার মাঠ’। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় নাট্যোৎসবে মুন্সীগঞ্জের একমাত্র দল হিসেবে অশংগ্রহণ করে তারা।
পল্লী কবি জসীম উদ্দিনের অমর কাব্য গাঁথা এই নাটকটির নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন শিশির রহমান। প্রযোজনাটির অধিকর্তা ছিলেন থিয়েটার সার্কেলের সভাপতি সাব্বির হোসাইন জাকির।
নাটকটি প্রদর্শনীতে দর্শকদের বিপুল সমাগম ঘটে। কলকাতার নাট্যশিল্পীরা সহ বিভিন্ন দলের নাট্যকর্মিরা নাটকটি উপভোগ করেন। নাটক শেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর অর্থ বিষয়ক সম্পাদক রফিকউল্লাহ সেলিম নির্দেশক শিশির রহমান এবং সভাপতি সাব্বির হোসাইন জাকিরের হাতে উৎসব স্মারক তুলে দেন।
অনবদ্য অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন, শিশির রহমান, আশিক চৌধুরী, জয়া দাস শিখা, শিপ্রা দাস, জিতু চন্দ্র রায়, সুদীপ দাস দ্বীপ, সুমি দাস, আশরাফ আলী, সূচীত্রা দাস, ঈমন, রিত্তিক, সিমান্ত, নদী , রিদয়, কামরুল, অর্ক, শ্রুতি, সৃজন, সূচনা, শাহরিয়ার, রাজ, একরামুল, কামরুল, শরিফ মাহমুদ, সালাউদ্দিন বাবুল, ম্যাথিন দাস।