গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫, আহত অন্তত ১০ গাজীপুর / 
গাজীপুরের কালিয়াকৈরে বাস-লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। নিহত দুজনের বাড়ি কালিয়াকৈর উপজেলার তালাদহ গ্রামে বলে জানা গেছে। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে।
এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, টাঙ্গাইলগামী একটি বাসের সঙ্গে কালিয়াকৈরগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।