Opu Hasnat

আজ ২৯ মে শুক্রবার ২০২০,

গাজীপুরে লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৩তম জন্মদিন উদযাপন গাজীপুর

গাজীপুরে লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৩তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের উদ্যোগে নানা আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৩তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে গাজীপুরের টঙ্গী সরকারী কলেজে আলোচনা সভা, কেক কাটা, র্যা লী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী সরকারী কলেজের অধ্যক্ষ ও গাজীপুর জেলা রোভার কমিশনার অধ্যাপক রফিকুল ইসলাম।

এসময় গাজীপুরে জেলা রোভারের যুগ্ম সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ্ অধ্যাপক সারোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।এর আগে টঙ্গী সরকারী কলেজ থেকে একটি র্যা লী বের করা হয়। র্যালীটি ঢাকা-ময়মনসিংহ সড়কসহ বিভিন্ন এলাকার প্রদক্ষীন শেষে কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।