Opu Hasnat

আজ ২৯ মার্চ রবিবার ২০২০,

মালিপাখি’র একগুচ্ছ কবিতা শিল্প ও সাহিত্য

মালিপাখি’র একগুচ্ছ কবিতা

তোমার মতো বন্ধু পেলে

তোমার মতো বন্ধু পেলে ভুবন পুরের জোনাকি গাছ,
রামধনু ভোর লাগিয়ে মনে ফুল ফোটানোর শেখাতো নাচ।
তোমার মতো বন্ধু পেলে  -------------

তোমার মতো বন্ধু পেলে কাটুম কুটুম রূপকথা সই,
বলতো এসে, সবাই এসো আমরা জরির জলছবি হই।
তোমার মতো বন্ধু পেলে ------------------

তোমার মতো বন্ধু পেলে হারিয়ে যাওয়া উদাসি ভোর,
কুড়িয়ে আলো আবার মনে বলতো আমি খুব 
চেনা তোর।
তোমার মতো বন্ধু পেলে  ------------------

তোমার মতো বন্ধু পেলে উদাস পুরের সব কচি ঘাস,
বলতো জাগো, জাগো আবার রাতের শিশির, যুঁই, বেলি মাস।
তোমার মতো বন্ধু পেলে  --------------------

         ************

মোহর দুপুর ঝরে

আসুন রাজা বসুন বসুন
আমার কুটির ঘরে !
পাতায় আঁকা টাপুর-টুপুর,
মোহর দুপুর ঝরে !!

হৃদয় জুড়ে রঙিন পালক,
খুশির পরাগ নাচে !
বাতাস যেন খবর পাঠায়
আতাই পুরের কাছে !!

নাচের সুরে পাতাই পুরের
পলাশ, পারুল, জবা !
কেবল সুখে বাজায় সেতার
ঝালোর দোলায় সভা !!

আসুন রাজা বসুন বসুন
আমার কুটির ঘরে !
পাতায় আঁকা  টাপুর-টুপুর,
মোহর দুপুর ঝরে !!

       ***********

ভোর 

পূব দিকে ভোর জানলা থেকে  
খিল তোলে যেই হেসে !
অমনি মোহর ডুব দিয়ে নীল 
একলা বাউল বেশে !
বললে ও ভাই আবার চলো 
শাল পিয়ালের দেশে !

বুকের দাওয়ায় জলছবি ঘাস !
ঢেউ দিয়েছি শাঁখে !
সে দেশ কোথায় ? সবাই কে সে 
আপন করে ডাকে ?
সবুজ হাওয়ায় দেয় তালি ফুল 
বনপথের বাঁকে !

আপন নেশায় চুল ভিজিয়ে 
একলা নদীর ধারে !
বাজায় কে ও আলোর সেতার ?
ভালোবাসার ! আরে !
এই তো ভুবন ! উদাস পথিক !
মন জাগাতে পারে  !

নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় 
জরীর পোষাক পরে !
হাঁটতে হাঁটতে অবুঝ পুরের  
হৃদয় উজাড় করে !
পরশ পাথর আকাশ জাগায় 
ফুল কথা কও ভোরে !

*********