Opu Hasnat

আজ ২৯ মার্চ রবিবার ২০২০,

কালকিনিতে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাদারীপুর

কালকিনিতে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

টানা ৪১ দিন ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মাদারীপুরের কালকিনিতে শিশু-কিশোরদের মাঝে সাইকেল, স্কুলব্যাগ ও ইসলামী বইসহ বিভিন্ন  প্রকার শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পৌর এলাকার ভুরঘাটা-মজিদবাড়ি জামে মসজিদে বসে এ সকল সামগ্রী বিতরন করেন গোপালপুর এলাকার বিশিষ্ট ব্যবসী ও আ’লীগ নেতা এস এম হানিফ। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, এস এম হানিফ ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মালেকুজ্জামান মালেকসহ মসজিদের মুসল্লিরা।

এ ব্যাপারে এসএম হানিফ বলেন, সকলকে নামাজের প্রতি আগ্রহ বাড়াতে আমি এ অনুষ্ঠানের আয়োজন করেছি। যাতে করে আগামীতে প্রত্যেক মানুষের নামাজের প্রতি আরো উৎসহ বাড়ে।