Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

মধুখালীতে কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃষি সংবাদফরিদপুর

মধুখালীতে কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর অর্থায়নে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

বৃস্পতিবার বেলা ১১টায়  উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা  প্রতাব মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শান্তা রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনাসহ প্রমুখ । 

এ প্রশিক্ষনে উপজেলার ১২০জন কৃষক অংশগ্রহন করেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.রফিকুল ইসলম।