Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

দুর্গাপুরে বই মেলার উদ্বোধন নেত্রকোনা

দুর্গাপুরে বই মেলার উদ্বোধন

নেত্রকোনা দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মরনীয় করার লক্ষে ৩ দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বই মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন।

উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার বিকেলে প্রধান অতিথি থেকে বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। মেলায় ভাষা দিবস ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ১৫টি ষ্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা‘র সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক মুহাম্মদ আবু সাদেক, ডনবসকো কলেজের প্রভাষক সিলভিয়া আকঞ্জি, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র শ. ম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ‘র সহ:সভাপতি উসমান গনি তালুকদার, মো. আলী আসগর, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ সহ কবি সাহিত্যিকগন বক্তব্য রাখেন।

বক্তার বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বর্তমান প্রজন্মের কাছে সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলতে হবে মডেল লাইব্রেরী। পুঁথিগত বিদ্যাঅর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়তে আহবান জানানো হয়।