Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

লোহাগড়ায় বৈদেশিক কর্মসংস্থানে জনসচেতনতামূলক প্রেসব্রিফিং ও সেমিনার নড়াইল

লোহাগড়ায় বৈদেশিক কর্মসংস্থানে জনসচেতনতামূলক প্রেসব্রিফিং ও সেমিনার

নড়াইলের লোহাগড়ায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক জনসচেতনতা মূলক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক আনজুমান আরা। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন ভূইয়া, নেয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. শামীম হোসেন, এশিয়ান টিভি প্রতিনিধি সাংবাদিক কাজী আশরাফ, ইন্সট্রাকটর  মেকানিক্যাল মো. সাজ্জাদ হোসেন, ইন্সট্রাকটর গার্মেন্টস তপন বিশ্বাসসহ অনেকেই। 

সেমিনারে বিদেশ গমনে ইচ্ছুক কর্মীদের উদ্যেশ্যে নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র বলেন, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরি নিয়ে বিদেশে যাওয়া, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত কোন অর্থ এজেন্সিকে প্রদান না করা, রিক্রুটিং এজেন্সির সাথে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেমিনারে প্রবাসী নারী কর্মীদের সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে তাদেরকে বিএমইটি’তে গঠিত বিশেষ সেলে অভিযোগ প্রদানের কথা বলা হয়। প্রয়োজনে ০২-৮৩০০৫৪৩, ০১৯১৪৮১৮১৮০, ই-মেইল : bmetmonitoringcell@gmail.com এর মাধ্যমে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয় জনসচেতনতা মূলক প্রেসব্রিফিং ও সেমিনারে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।