Opu Hasnat

আজ ২৯ মার্চ রবিবার ২০২০,

ফরিদপুর বইমেলার পঞ্চম দিনে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন শিল্প ও সাহিত্যফরিদপুর

ফরিদপুর বইমেলার পঞ্চম দিনে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন

‘আট আনায় জীবনের আলো কেনা’ এই শ্লোগানকে সামনে রেখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে চলছে জমজমাট আয়োজনে সপ্তাহব্যাপী বই মেলা। বই মেলার পঞ্চম দিনে সন্ধ্যায় অম্বিকা মেমোরিয়াল হল ময়দানের মেলার মঞ্চে ফরিদপুরের লেখকদের দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। লেখক ও অতিথিদের নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বিশিষ্ট লেখক শওকত আলী জাহিদের লেখা “নিত্য বাজে অজুত প্রানে” ও বেগম ফাতেমা বারী এর লেখা “শহীদ মেজবাহ উদ্দিন নৌফেল” এই দুটি বই এর মোড়ক উন্মোচন করেন।  

এর আগে গত শুক্রবার মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুর বই মেলা শুরু হয়। এরই মধ্যে ফরিদপুর বই মেলায় বিকেল থেকে সাহিত্য মনা মানুষের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। প্রতিদিন মেলায় থাকছে নানা আয়োজন। একই সাথে বইয়ের স্টল গুলোতে থাকছে বইয়ের উপর ছাড়। 

মেলায় ৩১টি বই স্টল ও দু’টি সেলফি কর্নারসহ দুটি খাবার স্টল ও ১ টি ফুলের স্টলসহ মোট ৩৫টি স্টল রয়েছে। এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।  মেলা চলবে আগামী একুশে ফেব্রয়ারী পর্যন্ত।