Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে পঞ্চমবারের মতো মিট দ্যা ইউএনও ফরিদপুর

ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে পঞ্চমবারের মতো মিট দ্যা ইউএনও

ফরিদপুর সদর উপজেলায় পঞ্চমপর্বে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো মিট দ্যা ইউএনও নামের একটি ব্যতিক্রমধর্মী আলোচনার। যাতে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০টি স্কুলের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধ্যান ধারনা ও মতামত সরাসরি তুলে ধরেন ইউএনও মোঃ মাসুম রেজার কাছে।  

বুধবার দুপুরে সদর উপজেলার ইউএনও মাসুম রেজার অফিস রুমে ৫ম পর্বে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা সরাসরি তাকে দেশের বিভিন্ন সমসাময়িক ঘটনাবলী নিয়ে প্রশ্ন করেন। এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের চিন্তাধারা তাকে জানান। 

ইউএনও ও শিক্ষার্থীদের আন্তরিক পরিবেশের এই আলোচনা চলে দুই ঘন্টাব্যাপী। আলোচনার উল্লেখযোগ্য বিষয় ছিলো প্রশাসনের কমের্র সাথে তাদের চিন্তাধারা ও গতিশীলতা আনয়নে করনীয়, নৈতিক মূল্যবোধে করনীয় নির্ধারন, দেশের প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে কি ভাবনা, শিক্ষার্থীরা কে কি হতে চায়, দূর্নীতি রোধে কি করা যেতে পারে, সরকারের উন্নয়ন কর্মকান্ড কিভাবে বাস্তবায়ন হতে পারে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন হতে পারে।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১০টি স্কুলের প্রধান শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা।