Opu Hasnat

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

ফরিদপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময় ফরিদপুর

ফরিদপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর বিভাগীয় প্রতিনিধি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের হুসনেহেনা মজ্ঞিল চত্বরে ফরিদপুর বিভাগীয় যুবদলের আয়োজনে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কেন্দ্রীয়  যুবদলের সহসভাপতি আবু সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক মাসুদ আহমেদ মিলন, কামাল আনোয়ার, সরোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ দিপু, আরিফুজ্জামান প্রমুখ। এসময় ফরিদপুর বিভাগের জেলা যুবদল ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নেতাকর্মিদের আরো বেশী জোরদার আন্দোলনে ভূমিকা রাখার আহবান জানান। 

এর আগে মাহবুবুল হাসান পিংকু কেন্দ্রীয় যুবদলের ফরিদপুর বিভাগীয় সহসভাপতি নির্বাচিত হওয়ায় যুবদলের নেতাকর্মিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এই বিভাগের অন্যান্য খবর