Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৯ ঘন্টা পর ফেরী চলাচল স্বাভাবিক মুন্সিগঞ্জ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৯ ঘন্টা পর ফেরী চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে প্রায় ৯ ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল। দুই পার থেকে ছেড়ে আসা ৪ টি ফেরী এ সময় পদ্মানদীর মাঝে বিভিন্ন পয়েন্টে নোঙরে ছিল। রোববার রাত ২ টা থেকে ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। প্রায় ৯ ঘন্টা পর কুয়াশা কমে গেলে বেলা ১১টার দিকে ফেরী চলাচল স্বাভাবিক হয়। পরে ১৪ টি ফেরী দিয়ে পারাপার চলছে। শিমুলিয়া ঘাট এলাকায় ছোট বড় যানবাহন মিলিয়ে ৫ শতাধিক পারাপারের অপেক্ষায় রয়েছে। এসময় যাত্রীদের পরতে হয়েছে চরম দুর্ভোগে। 

শিমুলিয়া উপ সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) বাবু প্রফুল্ল চন্দ্র জানান, বেলা বারার সাথে সাথে ঘাট এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। শিমুলিয়া ঘাটে কয়েকটি নাইটকোচসহ ফরিদপুর উরশে যাওয়া ৩০ টি বাস পারের অপেক্ষায় রয়েছে। সাড়ে ১০ টার দিকে চ্যানেলে থাকা ২ টি ফেরী ধীরে ধীরে ঘাটে এসেছে।

শিমুলিয়া বিআইডব্লিউটিসি ইঞ্জিনিয়ার (মেরিন) মো. শাজাহান আলী জানান, রোববার রাত ২ টা থেকে বেলা ১০ টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৯ ঘন্টা কুয়াশার কারণে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দুই পার থেকে ছেড়ে আসা ৪ টি ফেরী মাঝ নদীতে নোঙড়ে ছিল। ১৪ টি ফেরী দিয়ে পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় ছোট বড় যানবাহনের চাপ রয়েছে আশা করছি ৩/৪ ঘন্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।