Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

তোমাদের যে জাগতেই হবে // ফয়সাল হাবিব সানি শিল্প ও সাহিত্য

তোমাদের যে জাগতেই হবে // ফয়সাল হাবিব সানি

চোখে তোমাদের স্বপ্নের বিচ্ছুরণ, প্রজ্জ্বলিত বুকে আজ কালের মশাল জ্বলুক
লড়ে যাও তোমরা এভাবেই তারুণ্য, নির্মম ইতিহাস তোমাদের কথা বলুক। 
দুর্বার প্রতিরোধ গড়ো অসত্যে, সত্যকে করো মুক্ত
দ্রোহে বিদ্রোহে প্রতিবন্ধকতাকে করো চূর্ণ, হৃৎপিণ্ডে কেবল লড়াই থাকুক যুক্ত।
লড়ে যাও দ্বিধাহীন, ভয় নেই কোনো ভয় নেই 
মনে রেখো শুধু, কণ্টকাকীর্ণ এ রণাঙ্গনে ক্ষয় ছাড়া কোনো জয় নেই। 
ক্ষয় করো আরও নিজেদের, লড়ে যাও আদ্যোপান্ত
লাল গোলাপ ফুটুক তোমাদের হাতে, ছিঁড়ুক মিথ্যে সকল বৃন্ত। 
ফুল হয়ে ফোটো, ফুল হয়ে ছড়াও- তবু প্রতিবাদে থেমো না কিছুতেই 
তোমাদের যে জাগতেই হবে, মরণ সে তো কেবল ভীতুতেই!
জেগো ওঠো আবারও, তোমাদের যে জাগতে আবারও হবেই
আমি জানি, তোমাদের জ্বলন্ত পাঁজরে নতুন ইতিহাস একদিন লেখা রবেই। 

ফয়সাল হাবিব সানি
তরুণ কবি ও সাংবাদিক। 
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত পাঁচটি কবিতাগ্রন্থের রচয়িতা।
স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।