Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ছাতকে দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা সুনামগঞ্জ

ছাতকে দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ছাতকে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের ১২টি সহ মোট ২৫টি পূজা মন্ডপে নিছিদ্র নিরাপত্তার মাধ্যমে সাজ সজ্জা আইন শৃংখলা ও শান্তিপূর্ন ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা মন্ডপ এলাকায় কোন ধরনের মোটর সাইকেল মহড়া বা আইন শৃংখলার অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ন ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এক প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শেখ হাফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মোহন্ত কুমার রায়, ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ স্বাগত সরকার, অধ্যাপক হরিপদ রায়, গৌরাঙ্গ চক্রবর্তী, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, ব্যবসায়ী স্বপন পাল, পৌর কাউন্সিলর পদপ্রার্থী সুজন দেবনাথ, সংস্কৃতি কর্মী শিমুল দত্ত ময়না প্রমুখ।    

এই বিভাগের অন্যান্য খবর