Opu Hasnat

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলাধুলাফরিদপুর

ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা খন্দকার সেলিম একাদশ। খেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা একাদশ ৭ উইকেটে বিজয়ী হয়।

খেলায় প্রথমে ব্যাট করে বীর মুক্তিযোদ্ধা খন্দকার সেলিম একাদশ সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৫ রান। পরে ব্যাট করতে নেমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা একাদশ ১৯.৩ ওভারে ৪ উইকেট তারা লক্ষ্য পৌছে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন তামিম। তিনি সমংগ্রহ করেন ৬২ রান। 

পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, ফরিদপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন এর সভাপতি খন্দকার সাইদুল ইসলাম এফিসহ শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।     

উল্লেখ্য, ফরিদপুরের শেখ  জামাল স্টেডিয়াম, বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলা শুরু হয় ৭ ফেব্রুিয়ারী ৬টি দলকে নিয়ে। এ টুর্নামেন্টের মূল লক্ষ্যেই আগামী দিনে জাতীয় দলে ফরিদপুর থেকে আরো বেশী ক্রিকেটার তুলে নিয়ে আসা।