Opu Hasnat

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৩ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর চালু মুন্সিগঞ্জ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৩ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর চালু

শনিবার হঠাৎ করেই বেশ ক’দিন পর কুয়াশাচ্ছন্ন হয়ে পরে পদ্মানদী এলাকা। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। দুই পার থেকে ছেড়ে আসা ৬ টি ফেরী নদীর মাঝে বিভিন্ন পয়েন্টে নোঙরে থাকে ৩ ঘন্টা। শনিবার ভোর ৫ টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরী চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। ৩ ঘন্টা পর কুয়াশা কেটে গেলে সকাল ৮ টায় ফেরী চলাচল স্বাভাবিক হয়। ঘাট এলাকায় ছোট বড় যানবাহন মিলিয়ে ৩ শতাধিক পারাপারের অপেক্ষায় রয়েছে। 

মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন জানান, বেলা বারার সাথে সাথে গাড়ির চাপ বাড়ছে। ঘাট এলাকায় ফরিদপুর উরশে যাওয়া ৩৫ টি বাস শিমুলিয়া ঘাটে রয়েছে। সব মিলিয়ে ৩ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

শিমুলিয়া বিআইডব্লিউটিসি ইঞ্জিনিয়ার (মেরিন) মো. শাজাহান আলী জানান, এদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩ ঘন্টা কুয়াশার কারণে ফেরী চলাচল দূর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়। এ সময় দুই পার থেকে ছেড়ে আসা ৬ টি ফেরী মাঝ নদীতে নোঙড়ে ছিল। ১৪ টি ফেরী দিয়ে পারাপার হচ্ছে।