Opu Hasnat

আজ ৮ জুলাই বুধবার ২০২০,

রাজধানীর একটি বাসা থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার রাজধানী

রাজধানীর একটি বাসা থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ খানের একটি বাসায় শিশুসহ তিনজনের লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনা স্থলে পৌঁছেছে।

দক্ষিণ খান থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ খান কেসি স্কুলের পেছনের বাসা থেকে ওই তিন জনের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে দক্ষিণ খান জোনের উপ-পুলিশ কমিশনার ( ডিসি) নাভিদ কামাল শৈবাল জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা সম্পর্কে মা ও তার দুই সন্তান। ভেতর থেকে ঘরের দরজা লাগানো ছিল। বাড়ির গৃহকর্তা ঘটনার পর থেকেই পলাতক। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।