Opu Hasnat

আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২০,

ছাতক উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জ

ছাতক উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের ছাতকে প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা বুধবার গণভবন হতে ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের আওতাধীন নির্মিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ২৩টি উপজেলা এবং ৭টি জেলায় শতভাগ বিদ্যুৎতায়ন কার্যক্রম ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক আব্দুল আহাদের সাথে ভিডিও কন্সফারেন্সে কথা বলেন। 

এসময় প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মৎস্যজীবি মোহাম্মদ নুরুল আলম এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র শাহ নুর জালালের সাথে ভিডিও কন্সফারেন্সে কথা বলেন। কন্সফারেন্স চলাকালে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব নাজমুস শাহাদাত সেলিম, পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ মিজানুর রহমান, সুনামগঞ্জের স্থানীয় সরকার উপ পরিচালক, মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা ম্যাজিষ্টেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযুদ্ধা সহ বিদ্যুতের উপকারভোগী মৎস্যজীবি, বাউল শিল্পী কৃষক, আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমিতির সদস্য আশ্রায়ন আবাসন প্রকল্পের উপকার ভোগী, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। 

সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা ভিডিও কন্সফারেন্সে লোক সংগীত, বাউল সংগীত ও হাওর বাওরের মৎস্যজীবিদের খোজখবর নিয়েছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান গুলো সংরক্ষন করে রাখার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা কে বলেছি হাসন রাজা, শাহ আব্দুল করিম, দুর্বিন শাহ, রাধা রমন সহ ১২১ জন বাউল শিল্পীকে নিয়ে স্মারক গ্রন্থ রচনা করেছি। মুজিববর্ষে এ মোড়ক উন্মোচন করা হবে।