Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

চুয়াডাঙ্গায় পুলিশের সচেতনামুলক প্রচারপত্র বিতরণ চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পুলিশের সচেতনামুলক প্রচারপত্র বিতরণ

মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার- মন্ত্রে উজ্জীবিত হয়ে  চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে   মহাসড়ক, আঞ্চলিক সড়কে অযান্ত্রিক নিষিদ্ধ গাড়ী বন্ধকরণে প্রচারপত্র বিতরন করা হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে প্রচারপত্র বিতরনের উদ্বোধন করেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় তিনি বলেন হাই কোর্টের নির্দেশে নসিমন, করিমন, আলমসাধু, ভটভটি, লাটাহাম্বা, থ্রী হুইলার, ইজিবাইক, পাখি ভ্যানসহ ইত্যাদি অবৈধযান আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলবে না। এবিষয়ে আমরা আজ থেকে সচেতনতামুলক প্রচারপত্র বিতরন শুরু করেছি, আগামী ১৫ ফেব্রুয়ারির পর থেকে হাই কোর্টের আদেশ অমান্য করে কেউ যদি আঞ্চলিক ও মহাসড়কে অযান্ত্রিক এবং নিষিদ্ধ গাড়ী চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার সাহা, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ, টি আই আহসান হাবীব সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সার্জেন্টগন।