Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বাবার আদর্শে আদর্শিত হতে চাই : শেখ কামরুল হাসান টিপু খুলনা

বাবার আদর্শে আদর্শিত হতে চাই : শেখ কামরুল হাসান টিপু

পাইকগাছায় শহীদ বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রেসিডেন্ট শেখ মাহতাব উদ্দীন মনি মিয়ার ছেলে শেখ কামরুল হাসান টিপু বাবার মত পাইকগাছা কয়রা মানুষের পাশে দাঁড়াতে চাই। পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর, ভারপ্রাপ্ত মেয়র ও খুলনা জেলা পরিষদের প্রভাবশালী সদস্য এবং পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু উক্ত কথা বলেন, তিনি আরো বলেন আমার বাবা দেশের জন্য ৭১ সালে পাকিস্তানিদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে যুদ্ধে অংশ নেয়। সেই যুদ্ধে আমার বাবা পাকিস্তানিদের হামলায় শহীদ হন। আমার বাবা বলেছিলেন, হয়ত পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাকে বাঁচতে দিবে না। কিন্তু তুমি আমার কথাগুলো তোমার মনের ভীতর রেখে দিও। বঙ্গবন্ধুর পরিবারের উপর আস্থা রেখে আমার আদর্শে আদর্শিত ছেলে হিসেবে দেশের জন্য নিঃস্বার্থে কাজ করবে। 

কামরুল হাসান টিপু বলেন, আমি গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আজকেও আছি এবং ভবিষ্যতেও গরীব অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে চাই। পাইকগাছা ও কয়রা একটি মডেল উপজেলায় রুপ দিতে চাই। যদি পাইকগাছা-কয়রার মানুষ আমার পাশে দাঁড়াই আমি কথা দিলাম আল্লাহ আমাকে যদি সেই ক্ষমতা দেয় আমি আমার পিতার মতো জীবন উৎসর্গ করে গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে দেশের সার্থে বঙ্গবন্ধুর কন্যা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আমি আল্লাহ কাছে দোয়া করি আমি যেন আমার বাকী জীবন অসহায় মানুষের পাশে থেকে পাইকগাছা কয়রার মানুষের সেবা করে কাটাতে পারি ।