Opu Hasnat

আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২০,

ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন খেলাধুলাফরিদপুর

ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুরে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে এর উদ্বোধন করেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন বীরউত্তম ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, ফরিদপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন এর সভাপতি খন্দকার সাইদুল ইসলাম এফি, ফরিদপুর জেলা ক্রিড়া সংস্থার সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, কামরুজ্জামান কাফি, রাজীব হোসেন প্রমুখ।  

উল্লেখ্য, ফরিদপুরের শেখ  জামাল স্টেডিয়াম, বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে মুজিব বর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টের মূল লক্ষ্যেই থাকছে আগামী দিনে জাতীয় দলে ফরিদপুর থেকে আরো বেশী ক্রিকেটার উঠে নিয়ে আসা। আগামী ১৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠত হবে।