Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প কুমিল্লা

ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

মহান একুশে ফেব্রুয়ারি ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরুপ ভাষার মাসের প্রথম দিনটিতে কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর এলাকার যুব সমাজের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানকে উৎসাহিত করতে ‘রক্ত দিন জীবন বাাঁচান’ শ্লোগানকে সামনে রেখে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টায় খলিলপুর ইউনিয় পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার এমএ সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক কামরুজ্জামান মাসুদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যাবসায়ি হাজি আব্দুল করিম, সফিকুল ইসলাম শিশু, ইকবাল হোসেন রিপন, আসাদুজ্জামান রাজিব, মো. কামরুজ্জামান প্রমুখ।

দিন ব্যাপী অনুষ্ঠিত ব্লাড গ্রুপিং ক্যাম্পে সাধারন মানুষের পাশপাশি বিপুল পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি ছিলো নজর কাড়ার মতো। সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ব্লাড গ্রুপিং করেন কুমিল্লা মিশন হসপিটালের মোসাম্মৎ লিমা আক্তার, মোসাম্মৎ সুমাইয়া আক্তার, দেবীদ্বার শিশু মাতৃ হসপিটালের মো. সোলাইমান, দেবীদ্বার মেডিকেয়ার সেন্টারের মো. হাবিবুর রহমান সহ এক দল টেকনিশিয়ান।

স্বেচ্ছাসেবির দায়িত্ব পালন করেন মনির ভুইয়া, সোহাগ ভুইয়া, কাজি সোহাগ, মমিনুল ইসলাম, মো. হৃদয়, সৈয়দ শুভ, সৈয়দ আলামিন, মো. শরিফ ভুইয়া, আজিজুল হক, তানভির ভুইয়া, নাহিদ হাসান, হিমেল সরকার, ইমন ভুইয়া, শিহাব ভুইয়া, মো. সুমন প্রমুখ।