Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কালকিনিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাল্য বিয়ে, মাদক ও ইভটিজিং বিরোধী শপথ মিডিয়ামাদারীপুর

কালকিনিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাল্য বিয়ে, মাদক ও ইভটিজিং বিরোধী শপথ

‘একুশ মানে এগিয়ে চলা’ এ শ্লোগাকে বুকে ধারন করে দেশের অন্যতম শুনামধন্য বৃহত্তম পত্রিকা দৈনিক যুগান্তর ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বজন সমাবেশ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছেন। এ উপলক্ষে আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে থানার মোড় গিয়ে শেষ হয়। পরে পৌর এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ সকল পেশার লোকজনের অংশগ্রহনে বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং বিরোধী শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কালকিনি স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের কালকিনি উপজেলা প্রতিনিধি এইচ এম মিলনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিরউদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) হারুন অর রশিদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ বাড়ৈ, মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান, সাংবাদিক নাসিরউদ্দিন ফকির লিটন, কালকিনি প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবির হাসান পারভেজ, সদস্য মোঃ সেন্টু তালুকদার, কালকিনি স্বজন সমাবেশের সাধারন সম্পাদক ডলি আক্তার ও সদস্য আশ্রারাফুর রহমানসহ অনেকে। এ ছাড়া রোববার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কালকিনি স্বজন সমাবেশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।