Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু খেলাধুলাফরিদপুর

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু

ফরিদপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্যায়ের খেলা। শুক্রবার সকালে সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। 

এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গেরদা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

এই টুনামেন্টে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার প্রথমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দল সমূহ অংশ নিচ্ছে। বঙ্গমাতা গোল্ড কাপের উদ্বোধনী খেলায় ফরিদপুর জেলা ও রাজবাড়ী জেলা দল অংশ নেয়। রাজবাড়ি দলকে ৩-০ গোলে পারজিত করে বিজয়ী হয় ফরিদপুর দল।