চট্টগ্রামের মির্জাপুল বস্তিতে আগুন চট্টগ্রাম / 
এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় মির্জাপুল বস্তিতে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে মির্জাপুল এলাকার ডেকোরেশন গলিতে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বেলা ১১টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
এর আগের শুক্রবার ২৫ জানুয়ারি সকালে প্রায় একই সময়ে ওই ডেকোরেশন গলির বাবু কলোনিতে আগুন লেগে পুড়ে যায় শতাধিক ঘর।