Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

কুবির প্রথম সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি কুমিল্লা

কুবির প্রথম সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি

আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তনের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠার ১৪ বছরে কুবি এই প্রথম সমাবর্তন অনুষ্ঠান পালন করছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন।

বক্তব্য দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তাহের এবং সমাবর্তনের যুগ্ম আহ্বায়ক ড. এ কে এম রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের  ৫ হাজার ৬৪৮ জন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মূল সনদ দেয়া হবে। একই অনুষ্ঠানে ১৪ জন কৃতী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হবে। ইতোমধ্যে ২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।