সাংবাদিক মিথুনের পিতা অধ্যক্ষ নূর আলী আর নেই : বিভিন্ন মহলের শোক খুলনা /  মিডিয়া / 
আমাদেরসময় পত্রিকার সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজের পিতা ও পাইকগাছা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুর আলী গাজী (৭৫) আর নেই। তিনি শনিবার বেলা আড়াইটায় পাইকগাছা পৌর সদরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহ............ রাজিউন)।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃতের খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর মরহুমের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান। অনুরূপভাবে মরহুমের মৃত্যুতে গভীর সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও পাইকগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।