Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

নড়াইলে প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান নড়াইল

নড়াইলে প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান

নড়াইলে প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া প্রবীণদের মাঝে হুইল চেয়ার, সহায়তা উপরকণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হবখালী ইউনিয়নে বেসরকারী সংগঠন অলটারনেটিভ ডেভেলপমেন্ট ইনসিয়েটিভ (এডিআই) এর প্রবীণ কর্মসূচির আওতায়  সম্মাননা  দেয়া হয়। 

অনুষ্ঠানে হবখালী ইউনিয়নের শ্রেষ্ঠ প্রবীণ কোমখালী গ্রামের  মোঃ আব্দুল খালেক বিশ্বাস, হাড়িগড়া গ্রামের কাজী ইলিয়াস হোসন ও কাগজিপাড়া গ্রামের জাহানারা বেগম ও শ্রেষ্ঠ সন্তান হাড়িগড়া গ্রামের দুলাল কৃষ্ণ বিশ্বাস, সাধুখালী গ্রামের মোঃ হাসান মোল্যা ও ভান্ডারীপাড়া গ্রামের মোঃ ওহিদ শেখকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। 

অনুষ্ঠানে ৮০জন প্রবীণের মাঝে কম্বল, ২জন প্রবীণকে হুইল চেয়ার ও  ৩০জন প্রবীণের মাঝে ওয়াকিং স্টীক (লাঠি) বিতরণ করা হয়।  অনুষ্ঠানে  হবখালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান রিয়াজুল ইসলাম চঞ্চল, এডিআই’র সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমান,  প্রোগ্রাম অফিসার মোঃ নূরুজ্জামানসহ দেড় শতাধিক প্রবীণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।