Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

ফরিদপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের বিভিন্ন প্রকল্প ও স্থান পরিদর্শন ফরিদপুর

ফরিদপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের বিভিন্ন প্রকল্প ও স্থান পরিদর্শন

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এর ভাঙ্গা উপজেলা কার্যালয়, ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, পাথরাইল আশ্রয়ন প্রকল্পসহ বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। 

বৃহস্পতিবার দুপুরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে এসব দপ্তর ও প্রকল্প স্থান পরিদর্শন করেন।  

প্রথমে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে পৌছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, কৃষি অফিসার সুদর্শন শিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ, শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোজাফ্ফর আহমেদ প্রমুখ ।

পরে তিনি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান। সেখানে প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।