Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

নগরকান্দা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ক্লাসের উদ্বোধন ফরিদপুর

নগরকান্দা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ক্লাসের উদ্বোধন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের নগরকান্দা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ৯ টায় নগরকান্দা আইডিয়াল স্কুলের ৩য় এবং ৪র্থ শ্রেনীর ৪৫ জন  শিক্ষার্থীর  কোরআন শরীফ হাতে নেয়া উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সরকারি এম এন একাডেমী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাগির আহমেদ কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের ছবক দেন। এ সময় সরকারি নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, নগরকান্দা আইডিয়াল স্কুলের পরিচালক এস এম তারিক আব্দুল্লাহ, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান মিয়া, নগরকান্দা আইডিয়াল স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা শফিকউল্লাহ, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান সহ অভিভাবক মন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।