Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

রাজবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ রাজবাড়ী

রাজবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ

রাজবাড়ী জেলা শহরের ঐতিয্যবাহি শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মোবাশ্বের হাসান, বিশিষ্ট সমাজ সেবক শুক্লা সরকার, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য ডাঃ আব্দুর রহিম মোল্লা, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না সাহা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী।