Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

ফরিদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুর

ফরিদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের সদর উপজেলার গেরদা এ.এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মোকারম আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাহফুজুর রহমান মিলন প্রমুখ।

পরে অতিথিরা স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় দেশীয় নানা খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।