Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

নড়াইলে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কৃষি সংবাদনড়াইল

নড়াইলে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইলের কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে, ১৬ জেলায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় ভূট্টা, বসত ভিটায় শাক-সবজি ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য এ সার বীজ বিতরণ করা হয়। 

মঙ্গলবার (২১ জানুয়ারি)  উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। 

এ সময় আরও বক্তব্য দেন কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি প্রমূখ। কৃষি অফিস সূত্রে জানাগেছে, ৬’শ কৃষকের মাঝে ভূট্টা, সবজি বীজ, এমওপি ও ডিএপি সার বিতরন করা হয়।