Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

ছাতকে হোম যজ্ঞ ও হরিনাম সংকীর্ত্তনের মাধ্যমে গোবিন্দা’স উদ্বোধন সুনামগঞ্জ

ছাতকে হোম যজ্ঞ ও হরিনাম সংকীর্ত্তনের মাধ্যমে গোবিন্দা’স উদ্বোধন

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বালিকা বিদ্যালয় রোড়ে হোম যজ্ঞ ও হরিনাম সংকীর্ত্তনের মাধ্যমে আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন পরিচালিত গোবিন্দা’স রেষ্টুরেন্ট ফিতাকেটে শুভ উদ্বোধন করেন ইসকন সিলেট বিভাগীয় নামহট্ট কার্যালয়ের কো-অডিনেটর সুনন্দন কানাইয়া দাস ব্র‏হ্মচারী। এসময় উপস্থিত ছিলেন পরমপতি জর্নাদন দাস ব্র‏হ্মচারী, রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী নব বৃন্দাবন দাস, নিকুঞ্জ নিরঞ্জন দাস, জয়কানু দাস প্রমূখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে ইস্কন ভক্ত বৃন্দসহ নিরামিসভোজী বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সুনন্দন কানাইয়া দাস ব্র‏হ্মচারী বলেন- জগতের কল্যাণে সকল সনাতন ধর্মালম্বীদের আহারে নিরামিষী মহা প্রসাদ শুদ্ধ হয় সে দিকে খেয়াল রাখতে হবে। সা¤প্রদায়িক স¤প্রতি অটুট রেখে সমাজের কল্যাণ কর সব কাজে অংশ গ্রহন করতে হবে। কৃষ্ণর্চ্চা বাড়াতে হবে, ব্যবসা, বানিজ্য, ধর্মীয় নিয়মনীতি মেনে চলতে হবে। ব্যবসার নামে কারো সাথে অকল্যানকর কিছু করা যাবে না, জগতে সকল জীবের কল্যান কামনায় আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন ভক্তদের এগিয়ে আসতে হবে। 

এই বিভাগের অন্যান্য খবর