Opu Hasnat

আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার ২০২০,

বাগেরহাটে জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন পালিত বাগেরহাট

বাগেরহাটে জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্মদিন পালন করা হয়েছে। সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের সরুই এলাকার জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, শেখ শাহেদ আলী রবি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। তিনি সারা জীবন দেশ ও জনগনের কল্যানে কাজ করে গেছেন। তার হাতে গড়া বিএনপি কোন অত্যাচার জুলমে ভয় পায় না। জনগন আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। বক্তরা সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহমান জানান। 

এই বিভাগের অন্যান্য খবর