Opu Hasnat

আজ ১৬ নভেম্বর শুক্রবার ২০১৮,

নড়াইলে নানা আয়োজনে পালিত হল বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২১তম মৃতুবার্ষিকী শিল্প ও সাহিত্যনড়াইল

নড়াইলে নানা আয়োজনে পালিত হল বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২১তম মৃতুবার্ষিকী

শনিবার (১০ অক্টোবর)  নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী সুলতানের ২১ তম মৃত্যু বার্ষিকী। ১৯৯৪ সালের এদিনে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচী পালন করেছে।  কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, শিল্পীর মাজারে পুস্প মাল্য অর্পণ, মাজার জিয়ারত, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীত,া আলোচনাসভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ । 

সকাল ৮ টায় শিল্পীর মাজারে পুস্প মাল্য অর্পণ  করা হয়। পরে শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় শতাধিক শিশুরা অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস,এম নাজিম উদ্দিন, এস, এম ,সূলতান  বেঙ্গল আট  কলেজের অধ্যক্ষ অশোক কুমার প্রমুখ । 

এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরতলীর মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির পরিবারে জন্ম গ্রহণ করেন।