Opu Hasnat

আজ ৬ জুলাই সোমবার ২০২০,

ফমেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও গর্ভবতীদের মাঝে নগদ টাকা বিতরণ ফরিদপুর

ফমেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও গর্ভবতীদের মাঝে নগদ টাকা বিতরণ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক শিশু ও গর্ভবতী নারীদের ২৫ জনের মাঝে শীতবস্ত্র ক্রয়ের জন্য এক হাজার করে টাকা প্রদান করা হয়েছে। 

সোমবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আকিজ গ্রুপ থেকে প্রাপ্ত এই টাকা বিতরণ করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কামদা প্রসাদ সাহা। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফমেকের উপ পরিচালক ডাঃ আফজাল হোসেন, সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, ফমেক হাসপাতালের সমাজসেবা অফিসার মোঃ ওমর ফারুক। 

উল্লেখ্য, আকিজ গ্রুপ প্রতিমাসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় ও অস্বচ্ছল রোগিদের জন্য ৫০ হাজার করে টাকাসহ বিভিন্ন সময় আর্থিক সুবিাধা দিয়ে থাকে অসহায় রোগিদের চিকিৎসা ক্ষেত্রে।