Opu Hasnat

আজ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০২০,

পাইকগাছায় এতিম ও অসহায় শিশুদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ খুলনা

পাইকগাছায় এতিম ও অসহায় শিশুদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। তিনি শনিবার রাতে পৌর সদরের বাসষ্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া কওমী মাদরাসার আওতাধীন এতিম খানার শতাধিক শিশুকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করেন। এ সময় তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও খাবার ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। কিছুটা সময় তিনি ধর্মীয় শিক্ষা ও দেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন সহ বিভিন্ন প্রেক্ষাপটের ইতিহাস তুলে ধরে শিশুদের মধ্যে বিস্তারিত ধারণা দেন। তিনি শতাধিক এতিম ও অসহায় শিশুকে উন্নত মানের খাবার খাওয়ানোর ঘোষণা দেন। হঠাৎ রাতে মমতাময়ী ইউএনও জুলিয়া সুকায়নাকে এতিম ও অসহায় শিশুদের পাশে পেয়ে শিশুদের মধ্যে খুশির আমেজ বিরাজ করে। মাদরাসা ও এতিম খানা কর্তৃপক্ষ ভ‚য়সী প্রশংসা করেন ইউএনও জুলিয়া সুকায়নাকে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সার্ভেয়ার সাকিরুল ইসলাম, মাদরাসার মুহতামিম মুফতি বেলাল হুসাইন, মাওঃ হুসাইন আহমাদ, আব্দুল্লাহ আল-মামুন, হাফেজ আবু জাফর, মাস্টার জাহাঙ্গীর, ফারুক খলিফা ও মিনারুল ইসলাম।

এই বিভাগের অন্যান্য খবর