বিইউবিটি রোভার স্কাউট গ্রুপের ক্রু কাউন্সিল ২০২০ অনুষ্ঠিত সংগঠন / 
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) রোভার স্কাউট গ্রæপের ক্রু কাউন্সিল ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (স্ট্রেটেজিক প্ল্যানিং ও গ্রোথ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. নির্মল কান্তি মিত্র এলটি, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর কমিশনার প্রফেসর এনামুল হক খান ও বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর সম্পাদক মু. ওমর আলী এলটি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (উন্নয়ন) স্থপতি তাহসিন আলম, জাতীয় উপ-কমিশনার (স্ট্রেটেজিক প্ল্যানিং ও গ্রোথ) জিয়াউল হুদা হিমেল, প্রফেসর এনায়েত হোসেন মিয়া, ট্রেজারার, বিইউবিটি, এ এইচ এম আজমল হোসেন, জয়েন্ট রেজিস্টার বিইউবিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি’র ছাত্র বিষয়ক প্রধান উপদেষ্টা ও বিইউবিটি রোভার স্কাউটের প্রধান উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান। তাছাড়া বিভিন্ন অনুষদের ডীন মহাদয়গণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সঙ্গীত পরিববেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিইউবিটি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ আসিফ- উল- হক। এরপর অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অতিথিরা ব্যক্তি ও জাতীয় জীবনে স্কাউটিং এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে স্কাউটিং এর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে বক্তারা নতুন নির্বাচিত রোভার ক্রু কাউন্সিল সদস্যদের স্বগত জানিয়ে আরও উদ্যমী হতে পরামর্শ দেন।
বিইউবিটি রোভার ক্রু কাউন্সিলে নির্বাচিতরা হলো- জাকারিয়া নুর (সভাপতি), কণিকা দেবনাথ (সাধারণ সম্পাদক), রেসায়েত আহম্মেদ (প্রোগাম সম্পাদক), মোহাম্মদ নুর হোসেন (অর্থ সম্পাদক), শিমন ভৌমিক (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), মুনতাছির কামাল (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)।