রাজবাড়ীতে পুলিশ সুপার কাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলা দলের কাছে পাংশা দলের ৫৭-১৮ পয়েন্টে পরাজিত খেলাধুলা /  রাজবাড়ী / 
“যুবরাই গড়বে দেশ মাদক মুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে জেলা পুলিশ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পুলিশ সুপার কাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত খেলায় রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকীম। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এম এ খালেক পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ প্রমুখ।
লীগ পর্যায়ের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে পুলিশ সুপার কাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন রাজবাড়ী সদর উপজেলা দল এবং পাংশা উপজেলা দল। রাজবাড়ী সদর উপজেলা দলের কাছে পাংশা উপজেলা দল ৫৭-১৮ পয়েন্টে পরাজিত হয়। পরে প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেষ্ট তুলে দেন।